Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি ব্যবহার অনাপত্তিপত্রের আবেদনের সাথে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রঃ

১। প্রত্যাশী সংস্থার প্রধান/সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক পরিচালক, নগর উন্নয়ন অধিদপ্তর, ৮২, সেগুন বাগিচা, ঢাকা-১০০০ বরাবর আবেদন পত্রের কপি;

২। প্রত্যাশী সংস্থার নিয়ন্ত্রণকারি মন্ত্রণালয়ের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন পত্র (পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাব এর ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন পত্র কিংবা অনুমোদিত প্রকল্প সারপত্র);

৩। ন্যূনতম জমির প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রত্যয়নপত্র;

৪। প্রস্তাবিত জমির দাগসূচি (সর্বশেষ জরিপের মৌজার নাম জে. এল. নং, দাগ নং, দাগের শ্রেণী, দাগে মোট জমির পরিমাণ, অধিগ্রহণের জন্য প্রস্তাবিত জমির পরিমাণ উল্লেখ থাকতে হবে)।

৫। লে-আউট প্ল্যান;

৬। সর্বশেষ জরিপের নক্সায় প্রস্তাবিত জমির সীমানা লাল কালি দ্বারা চিহ্নিত করে দেখাতে হবে। প্রস্তাবিত জমির সীমানার ভিতরে অধিগ্রহণ যোগ্য নয় এমন ভূমি যথা ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, শ্মশান থাকলে বা অধিগ্রহণ করা হবে না এমন জমি থাকলে তা ভিন্ন কালিতে চিহ্নিত করে দিতে হবে এবং সাংকেতিক চিহ্ন দ্বারা নক্সায় উল্লেখ করে দিতে হবে;

৭। নির্ধারিত ছকে বর্ণনা (ছকের প্রত্যেকটি কলাম যথাযথভাবে পূরণ করে দিতে হবে। ছকের নির্ধারিত স্থানে স্থান সংকুলান না  হলে ভিন্ন কাগজে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে সংযোজন করতে হবে) এবং

৮। রাজউক, কেডিএ, সিডিএ, আরডিএ এর অনাপত্তিপত্র (যে ক্ষেত্রে যা প্রযোজ্য)।