Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বিত আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা রংপুর বিভাগের (বৃহত্তম রংপুর-দিনাজপুর অঞ্চলের) ৫৮টি উপজেলার মোট ১৬৩১৮ বর্গ কিঃমিঃ এলাকার জন্য “রংপুর বিভাগের সমন্বিত আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন” এবং রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলার সর্বমোট ১৮১৯৪ বর্গ কিঃমিঃ এলাকা জন্য “রাজশাহী বিভাগের সমন্বিত আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন” শিরোণামে সমন্বিত দূর্যোগ সহনীয় দুইটি আলাদা আঞ্চলিক মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুইটি আলাদা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করা হয়েছে যা অনুমোদনের লক্ষ্যে প্রধান কার্যালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

 

প্রস্তাবিত প্রকল্পসমুহের প্রধান উদ্দেশ্যঃ

১। দেশের সামগ্রীক উন্নয়ন প্রক্রিয়ার মূল ধারার সাথে রংপুর বিভাগকে যুক্ত করা;

২। প্রকল্প এলাকার সর্বোত্তম ভূমি ব্যবহার নিশ্চিত করা এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা;

৩। প্রকল্প এলাকার বিভিন্ন দূর্যোগের ঝুঁকি প্রশমন করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্ভাব্য অভিযোজন কৌশল প্রণয়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন পূর্বক প্রকল্প এলাকাকে স্থিতিস্থাপক অঞ্চল হিসেবে গড়ে তোলা এবং সমন্বিত দূর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনাসহ সুষ্ঠু নগরায়নের মাধ্যমে প্রকল্প এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা;

৪। প্রকল্প এলাকার গ্রোথ সেন্টারসমূহের উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ বসতির ক্রমান্বয়ে একীভূতকরণের নীতিমালা এবং পরিকল্পনা প্রণয়ন করা;

৫। পর্যটন শিল্পের বিকাশ, বিদ্যমান ভূমি ব্যবহার এবং সর্বোপরি জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে প্রকল্প এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

 

রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন আট উপজেলার দূর্যোগ সহনীয় ভূমি ব্যবহার পরিকল্পনাঃ পরমানু শক্তি কমিশন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রস্থল থেকে ২৫ কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এলাকাকে Emergency Planning Zone (EPZ) হিসেবে সুনির্দিষ্ট করেছেন। ভবিষ্যতে এ এলাকার সকল উন্নয়ন কর্মকান্ড পরিকল্পিত উপায়ে সম্পাদনের উদ্দেশ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের Emergency Planning Zone (EPZ) সংলগ্ন আটটি উপজেলার জন্য “সমন্বিত দূর্যোগ সহনীয় ভূমি ব্যবহার পরিকল্পনা” প্রণয়নের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করা হয়েছে। প্রকল্প প্রস্তাবনাটি অনুমোদনের লক্ষ্যে প্রধান কার্যালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

 

প্রস্তাবিত প্রকল্পের প্রধান উদ্দেশ্যঃ

(ক) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের Emergency Planning Zone (EPZ) এলাকাটিকে উহার পরিসীমা সংলগ্ন আটটি উপজেলার উন্নয়ন কার্যক্রম তথা সমগ্র দেশের উন্নয়ন প্রক্রিয়ার মূলধারার সাথে একীকরণ করা;

(খ) প্রস্তাবিত পরিকল্পনা অঞ্চলের ভূমির সর্বোত্তম ব্যবহার এবং নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিমালা তৈরি করা;

(গ) জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে হ্রাস করে বিভিন্ন ধরণের ঝুঁকি নিরসনকল্পে নীতিমালা এবং পরিকল্পনা প্রণয়ন এবং Emergency Planning Zone (EPZ) অঞ্চলের জন্য সম্ভাব্য অভিযোজন কৌশল অবলম্বনের পরামর্শ প্রদান করা;

(ঘ) প্রস্তাবিত এলাকার গ্রোথ সেন্টারগুলোর উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ বসতির ক্রমান্বয়ে একত্রীভূতকরণের নীতিমালা এবং পরিকল্পনা প্রণয়ন করা এবং

(ঙ) প্রকল্প এলাকার উন্নয়নের জন্য পরিকল্পনা প্যাকেজ প্রণয়ন করা এবং ভবিষ্যতে ভূমি ব্যবহারের ধরণ, আর্থ-সামাজিক অবস্থা এবং এই অঞ্চলের জনসাধারণের জীবনমানকে সংহত ও ব্যাপক পদ্ধতিতে ভবিষ্যত পরিবর্তনগুলোর সাথে সমন্বিত করা।

 

প্রস্তাবিত প্রকল্পগুলোর কাঙ্খিত ফলাফলঃ

প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রকল্প এলাকার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করে দূর্যোগ ঝুঁকি বিবেচনা সাপেক্ষে সমন্বিত ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে প্রকল্প এলাকার কৃষি জমি সুরক্ষা, পরিকল্পিত উপায়ে যাবতীয় উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা ও এবং সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করাঃ

১।  উপ আঞ্চলিক পরিকল্পনা

৩। নগর পরিকল্পনা

৫। কৃষি ও অর্থনীতি

৭। দূর্যোগ ও জলবায়ু পরিবর্তন এবং

২। গ্রামীণ পরিকল্পনা

৪। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা

৬। পর্যটন

৮। পরিবেশ ও বাস্তুসংস্থান