Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Our achievements

মাস্টার প্ল্যান প্রণয়নঃ

২০০৫ সালে রাজশাহী আঞ্চলিক অফিস লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার ল্যান্ড ইউজ মাষ্টার প্ল্যান (আংশিক) এবং ২০১৩ সালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মাস্টার প্ল্যান প্রণয়ন করে।


গবেষণা কার্যক্রমঃ

বিভিন্ন অর্থ-বছরে রাজশাহী আঞ্চলিক অফিস নিম্নলিখিত গবেষণা কার্যক্রমগুলো সম্পন্ন করেঃ

২০১৪-২০১৫: A Study of Chouhali Upazilla and It's Effects Due to River Erosion, June 2015;

২০১৫-২০১৬: রাজশাহীতে শিল্পায়নের সমস্যা ও সম্ভাবনাঃ বিসিক শিল্প এলাকা পর্যালোচনা, জুন ২০১৬;

২০১৬-২০১৭: আশির দশকে উপজেলা শহরের জন্য প্রণীত ভূমি ব্যবহার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিরূপণ ও পর্যালোচনা, প্রেক্ষিতঃ পুঠিয়া উপজেলা, রাজশাহী, জুন ২০১৭;

২০১৭-২০১৮: পরিকল্পিত নগরায়নের অগ্রগতি বিশ্লেষণ প্রেক্ষিতঃ বাঘা উপজেলা, রাজশাহী, জুন ২০১৮ 

২০১৭-২০১৮: মোহনপুর উপজেলার নগরায়ন বিষয়ক গবেষণা, জুন ২০১৮ এবং

২০১৮-১৯: গোদাগাড়ী উপজেলা শহরের নগরায়ন বিষয়ক গবেষণা, জুন ২০১৯


পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণঃ সমীক্ষা জরিপের প্রস্তাবনা (PFS)

অপরিকল্পিত উন্নয়ন রোধকল্পে দুর্যোগ সহনীয় সমন্বিত ভূমি ব্যবহার ও উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের নিমিত্তে নগর উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী আঞ্চলিক অফিস হতে ইতোমধ্যে নিম্নে উল্লেখিত ছয়টি ভিন্ন ভিন্ন সমীক্ষা জরিপের প্রস্তাবনা (PFS) প্রস্তুত করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করা হয়েছেঃ

(ক) প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান ফর কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ,

(খ) রংপুর বিভাগের সমন্বিত আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন,

(গ) রাজশাহী বিভাগের সমন্বিত আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা, (ঘ) স্ট্র্যাটেজিক এইট (৮) উপজেলাস রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান এ্যারাউন্ড ২৫ কিমি অফ রূপপূর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট,

(ঙ) পীরগঞ্জ উপজেলার (রংপুর) দুর্যোগ সহনীয় সমন্বিত ভূমি ব্যবহার ও উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়ন এবং

(চ) সৈয়দপুর উপজেলার দুর্যোগ সহনীয় সমন্বিত ভূমি ব্যবহার ও উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়ন শীর্ষক সমীক্ষা জরিপের প্রস্তাবনা (PFS)

(ছ) “নীলফামারী ও রংপুর জেলার চৌদ্দটি উপজেলার দুর্যোগ সহনীয় সমন্বিত ভূমি ব্যবহার ও উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়ন”


উল্লেখিত প্রকল্প প্রস্তাবনাগুলো মূলত আঞ্চলিক পরিকল্পনা সমেত কাঠামোগত পরিকল্পনা, সংরক্ষণ পরিকল্পনা, গ্রামীণ এলাকা পরিকল্পনা, শহর এলাকার পরিকল্পনা, এলাকা ভিত্তিক বিশদ পরিকল্পনা এবং এলাকা ভিত্তিক অ্যাকশন প্ল্যানসহ দুর্যোগ ঝুঁকি সংবেদনশীল ভূমি ব্যবহার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক একটি পরিকল্পনা প্যাকেজ।


ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট সাইট পরিদর্শন প্রতিবেদনঃ

ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রত্যাশী সংস্থার আবেদন ও প্রধান কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে প্রস্তাবিত সাইট সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করা হয়। অত্র আঞ্চলিক অফিস হতে অদ্যাবদি ৪৫ (পঁয়তাল্লিশ) টি ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট সাইট পরিদর্শন সাপেক্ষে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে যার ভিত্তিতে প্রধান কার্যালয় হতে প্রত্যাশী সংস্থাকে আবেদনের প্রেক্ষিতে ভূমি অধিগ্রহণের অনাপত্তি প্রদান করা হয়েছে।


সেমিনার ও ওয়ার্কশপ/মত বিনিময় সভা আয়োজনঃ রাজশাহী আঞ্চলিক অফিস ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর বিভিন্ন বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপ/মত বিনিময় সভা আয়োজন করে থাকে। এ যাবত আয়োজিত সেমিনার ও ওয়ার্কশপ/মত বিনিময় সভার তথ্যাবলী নিম্নে উপস্থাপন হলঃ

ক্রঃ নং

তারিখ

সেমিনার ও মত বিনিময় সভার বিষয়

স্থান

১১/১২/২০১৫

নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তাবিত “Preparation of Development Planning Package for Rajshahi Division” শীর্ষক সেমিনার।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী

১৫/০৩/২০১৭

ফুলছড়ি উপজেলার মাস্টার প্ল্যান বিষয়ক মত বিনিময় সভা।

ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন

২৪/০৫/২০১৭

পুঠিয়া উপজেলার ভৌত, আর্থ-সামাজিক ও পরিবেশগত উন্নয়ন বিষয়ে চলমান গবেষণার উপর মত বিনিময় সভা।

পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তন

০৫/০৬/২০১৭

পুঠিয়া উপজেলার ভৌত, আর্থ-সামাজিক ও পরিবেশগত উন্নয়ন বিষয়ে চলমান গবেষণার উপর মত বিনিময় সভা ও ইফতার মাহফিল।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী

২২/০৫/২০১৮

“রাজশাহীর আঞ্চলিক পরিকল্পনা প্রণয়নে নগর উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা” শীর্ষক সেমিনার।

পোষ্টাল একাডেমি, রাজশাহী

২৭/০১/২০১৯

“টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমন্বিত নগর ও আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব” শীর্ষক সেমিনার।

পোষ্টাল একাডেমি, রাজশাহী

১৫/০১/২০২০

“দূর্যোগ সহনীয় ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নে নগর উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা” শীর্ষক সেমিনার।

পোষ্টাল একাডেমি, রাজশাহী

  ২৮/১২/২০২১ “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার্শ্ববর্তী আটটি উপজেলার দূর্যোগ সহনীয় সমন্বিত ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব” শীর্ষক সেমিনার অডিটোরিয়াম, বাংলাদেশ সুগারক্রপ
গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী
  ১২/০৬/২০২৩
“দুর্যোগ সহনীয় শহর ও অঞ্চল বিনির্মাণে ভূমি ব্যবহার পরিকল্পনার প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার। মিলনায়তন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ,
রাজশাহী
১০   ১০/০৬/২০২৪

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতকল্পে ভুমি ব্যবহার পরিকল্পনার প্রয়োজনীয়তা, প্রয়োগ এবং চর্চা” শীর্ষক সেমিনার, ২০২৩।

মিলনায়তন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ,
 রাজশাহী


অংশীজন সভা/গণশুনানি আয়োজনঃ

নগর উন্নয়ন অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক অফিস ১৯৮৪-১৯৯১ সালে প্রণীত অবাস্তবায়িত ভূমি ব্যবহার পরিকল্পনা বিষয়ে প্রতিমাসে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ কার্যালয়ে একটি অংশীজন সভা/গণশুনানী আয়োজন করে থাকে। এ সভায় ভূমি ব্যবহার পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণ এবং বর্তমান প্রেক্ষাপটে করণীয় কি, তা বিশদভাবে আলোচনা করা হয়ে থাকে। ১০ মার্চ, ২০২০ তারিখ পর্যন্ত সর্বমোট ২৬ টি উপজেলায় বিভিন্ন তারিখে অংশীজন সভা/গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।